স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
বরিশালের গৌরনদী উপজেলার আনোয়ারা প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
স্কুলের অধ্যক্ষ মাকসুদা হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি বজ্রমোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যাপক খ.ম শামচুল আলম। বিশেষ অতিথি ছিলেন স্কুলের প্রতিষ্ঠা আলহাজ্ব আবুল হোসেন মিয়া, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, বিআরডিবি’র চেয়াম্যান জহুরুল ইসলাম জহির, টরকী বন্দর ভিক্টরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান। শেষে বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।