ব্যাংকের ঋন বিতরন
বরিশালের আগৈলঝাড়ায় গ্রামীন ব্যাংকের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার নবীন উদ্যোক্তা ঋন বিতরন করা হয়।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা বাকাল গ্রামীন ব্যাংক কার্যালয়ে শাখা ব্যবস্থাপক শেখ রুস্তম আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গ্রামীন ব্যাংকের বরিশাল অঞ্চলের জোনাল ম্যানেজার মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী এরিয়া ম্যানেজার মোঃ আবদুর রহমান, উজিরপুর এরিয়া ম্যানেজার মোঃ আলী আকবার খান, প্রোগ্রাম অফিসার অমরেশ সরকার।
শেষে সাতজন উচ্চ শিক্ষা ঋনীকে সাড়ে পাঁচ লক্ষ টাকা, নবীন উদ্যোক্তা ঋন ও ৬৭ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ২৪ লক্ষ টাকা শিক্ষা ঋন বিতরন করা হয়। এ ছাড়াও অত্র শাখা থেকে ২’শ জন মেধাবী দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।