প্রত্যক্ষদর্শী, পুলিশ ও আহত সূত্রে জানা গেছে, পয়সারহাট-ঢাকা রুটের যাত্রীবাহি গ্লোবাল পরিবহনের পয়সারহাট বাজারের কাউন্টারের মালিকানা নিয়ে আগৈলঝাড়া উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক ফিরোজ সিকদার ও উপজেলা যুবলীগ নেতা শাহ আলম বকতিয়ারের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার সময় যুবলীগ নেতা শাহ আলম বকতিয়ার তার ৭/৮ জন সহযোগী নিয়ে ফিরোজ সিকদারের দখলকৃত গ্লোবাল পরিবহনের কাউন্টারে হামলা চালায়। হামলায় কাউন্টারের কর্মচারী মিজান গাজী, পথচারী লিটন হাওলাদার, মিঠুসহ কমপক্ষে ৫ জন আহত হয়। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে উভয়গ্র“পের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে। খবর পেয়ে তাৎক্ষনিক আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ ওসি অশোক কুমার নন্দি একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ নিয়ে স্থানীয় যুবলীগের দু’গ্র“পের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।