আগৈলঝাড়া উপজেলা যুবদলের আহবায়ক কমিটি গঠন
বরিশালের আগৈলঝাড়া উপজেলা যুবদলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বরিশাল জেলা উত্তর
যুবদলের সভাপতি কবির উদ্দিন আফসারীর স্বাক্ষরিত এক অনুমতি পত্রে জানা গেছে, মোঃ স্বপন ভূইয়াকে আহবায়ক, আবুল হোসেন মোল্লাকে সিনিয়র যুগ্ন আহবায়ক ও মোঃ রাসেদুল ইসলাম টিটনকে যুগ্ন আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট আগৈলঝাড়া উপজেলা যুবদলের আহবায়ক কমিটি গঠন করা হয়।
গত ৯ অক্টোবর উক্ত কমিটিকে অনুমোদন করেন বরিশাল জেলা উত্তর যুবদলের সভাপতি কবির উদ্দিন আফসারী। আগামি ৪৫ দিনের মধ্যে উক্ত কমিটিকে আগৈলঝাড়া উপজেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্যও নির্দেশ দেয়া হয়। এ কমিটি ঘোষনার পর নবনির্বাচিত আগৈলঝাড়া উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। তারা আগামির আন্দোলন সংগ্রামে নবনির্বাচিত উপজেলা যুবদলের আহবায়ক কমিটি বলিষ্ট ভূমিকা রাখবেন বলেও উল্লেখ করেন।