আড়াই লক্ষাধিক টাকার মাছ নিধন
বরিশালের আগৈলঝাড়ায় জমি সংক্রান্ত পূর্বশত্র“তার জের হিসেবে মাছের ঘেরে বিষ প্রয়োগকরে আড়াই লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে প্রতিপক্ষ। থানায় লিখিত অভিযোগ দায়ের। অভিযোগসূত্রে জানা গেছে, উপজেলার কোদালধোয়া গ্রামের বিবেক পান্ডের সাথে একই গ্রামের সুব্রত ওঝার মাছের ঘেরের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা চলে আসছে। এ বিরোধের কারণে বিবেকের ৩ একর ৬৫ শতক ঘেরের মাছ বিক্রির জন্য পানি কমিয়ে ৭৫ শতক জায়গায় রাখা হয়। গত বৃহস্পতিবার গভীর রাতে প্রতিপক্ষ সুব্রত ওঝা ও তার ভাই সুকন্ঠ ওঝা ঘেরে বিষ প্রয়োগ করে। ফলে প্রায় আড়াই লক্ষাধিক টাকার মাছ মারা যায়। এব্যাপারে বিবেক পান্ডে বাদী হয়ে গতকাল শুক্রবার আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ দায়েরের পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।