বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর দক্ষিণপাড়া সমাজসেবা যুব ঐক্য সংগঠনের উদ্যোগে গতকাল শনিবার সকালে শহীদ মিনারের ফলক উন্মোচন করা হয়।
এ উপলক্ষে সংগঠনের সভাপতি গোপাল চন্দ্র হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য এডভোকেট তালুকদার মোঃ ইউনুস। বক্তব্য রাখেন বাটাজোর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সামসুল হক হাওলাদার, সাবেক চেয়ারম্যান পরিমল চক্রবর্তী, প্রধান শিক্ষ সদানন্দ চক্রবর্তী, আওয়ামীলীগ নেতা কালিয়া দমন গুহ, আব্দুর রব হাওলাদার প্রমুখ। শেষে প্রধান অতিথি নব নির্মিত শহীদ মিনারের ফলক উন্মোচন করেন।