মেয়েদের উত্যক্তকারী দু’বখাটেকে ছেড়ে দিয়েছে পুলিশ

সোপর্দ করেছে। রহস্যজনক কারনে পুলিশ গতকাল সোমবার সকালে ওই দু’বখাটে যুবককে ছেড়ে দিয়েছে। এতে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়ায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার বসুন্ডা গ্রামের সার্বজনীন দূর্গাপূজা মন্ডপের আঙ্গিনায় সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে ওই এলাকার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বুদ্ধেশ্বর হালদারের নাতনীকে (১৭) নানাধরনের উত্যক্ত শুরু করে পাশ্ববর্তী জবসেন গ্রামের টুটুল হোসেন ও রাজিব ফকির। এসময় স্থানীয়রা ওই দু’বখাটে যুবককে পূজা মন্ডপের আঙ্গিনা থেকে বের করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে বখাটেরা সংঘবদ্ধ ভাবে ওইদিন রাত সাড়ে বারোটার দিকে বুদ্ধেশ্বর হালদারের ঘরে হামলা চালায়। এসময় স্থানীয় জনতা ধাওয়া করে বখাটে টুটুল ও রাজিবকে আটক করে গণধোলাই দিয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করে। রহস্যজনক কারনে পুলিশ গতকাল সোমবার সকালে ওই বখাটেদের থানা থেকে ছেড়ে দিয়েছে। এ ঘটনার একদিন পূর্বে শনিবার সকালে আগৈলঝাড়া থানা পুলিশের বিরুদ্ধে থানা থেকেই ৪জন ছিনতাইকারীকে ছেড়ে দেয়ার অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এস.আই জসিম উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, লিখিত অভিযোগ না পাওয়ায় আটককৃতদের ছেড়ে দেয়া হয়েছে।