সমাজচ্যুত নেতাকে চাচাতো ভাইয়ের জানাজায় অংশগ্রহনে বাঁধা

তাড়িয়ে দিয়েছে সমাজের লোকজনে। এ ঘটনায় ওই এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে বরিশালের আগৈলঝাড়া উপজেলার পূর্ব সুজনকাঠী গ্রামে।

ওই এলাকার ইউপি সদস্য মোশারফ হোসেন মোল্লা, সেলিম কাজীসহ একাধিক ব্যক্তি জানান, নিজ ভাই ও বোনদের সম্পত্তি আত্মসাত, গর্ভধারীনি জিবীত মাকে মৃত বলে সম্পত্তি আত্মসাতের ভূয়া কাগজ তৈরি, বিগত চারদলীয় জোট সরকারের আমলে  সমাজ তথা নিজ ভাই-বোন ও ভাগ্নেদের নামে মিথ্যে মামলা দিয়ে হয়রানিসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে গত ছয়মাস পূর্বে আগৈলঝাড়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল লতিফ মোল্লা ও তার পরিবারকে সমাজচ্যুত করা হয়। সমাজপতিদের এ সিদ্ধান্ত মোতাবেক সমাজের কোন কর্মকান্ডে লতিফ মোল্লা ও তার পরিবারের কাউকে অংশগ্রহন করতে দেয়া হচ্ছে না। তারই ধারাবাহিকতায় গত দু’মাস পূর্বে তার চাচা শাহজাহান মোল্লার জানাজার নামাজ থেকে বিএনপি নেতা আব্দুল লতিফ মোল্লাকে তাড়িয়ে দেয়া হয়।

গত বৃহস্পতিবার বিকেলে তাদের বংশীয় চাচাতো ভাই আগৈলঝাড়ার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব হাচেন আলী মোল্লা হৃদরোগে আক্রান্ত হয়ে পূর্বসুজনকাঠীস্থ নিজবাড়িতে ইন্তেকাল করেন। ওইদিন রাত নয়টায় মরহুমের জানাজার নামাজে অংশগ্রহন করতে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল লতিফ মোল্লা, সিনিয়র সহসভাপতি কবির হোসেন তালুকদার ও বিএনপি নেতা বাহাউদ্দিন মিয়া জানাজাস্থলে আসেন। এ সময় সমাজপতিরা বিএনপি নেতা লতিফ মোল্লাকে জানাজায় অংশগ্রহন করতে বাঁধা প্রদান করেন। এনিয়ে তাদের সাথে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে সমাজপতিরা আব্দুল লতিফ মোল্লাকে জানাজাস্থল থেকে তাড়িয়ে দেয়।