বরিশালের চাঞ্চল্যকর শোভা হত্যা ॥ স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের চিঠি

স্ত্রী নাজমা জহির শোভার গলা কেটে হত্যার ঘটনায় দায়ের কৃত কাউন্টার মামলার সর্বশেষ পরিস্থিতি জানতে চেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রনালয়। স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সহকারি সচিব আবু সাঈদ মোল্লা স্বাক্ষরিত চিঠিটি ইতিমধ্যে পুলিশ কমিশনারের কার্যালয়ে এসে পৌঁছেছে।

গত ৭ জুলাই শোভা হত্যার কাউন্টার মামলার চুড়ান্ত রিপোর্ট আদালতে দাখিল করেন বরিশাল কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক ও তদন্তকারি কর্মকর্তা অজিত কুমার। এরপর মামলার বাদি নিহতের কন্যা নাদিয়া জহির লিন্ডা মামলাটি পূনরায় তদন্তের দাবিতে সিআইডিতে প্রেরন করতে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে আবেদন করেন। এরই প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রনালয় মামলাটির সর্বশেষ পরিস্থিতি জানতে গত ১১ অক্টোবর ডাক যোগে চিঠি প্রেরন করে (যার স্মারক নং-৭৮/২০০৫ বরিশাল/৪১০)।

সূত্র মতে, গত ১৯ জুলাই নিহতের কন্যা নাদিয়া জহির ওরফে লিন্ডা বাদী হয়ে বরিশাল আদালতে মামলাটি দায়ের করেন । মামলার আসামিরা হলো নীলুফা আইরিন ঝুমু, জহিরুল হক সোহেল, রুমা আহম্মেদ, মাহাবুব উদ্দিন খোকন ও আজিম সরোয়ার। হত্যার সময়ে জহিরুল ইসলামের কন্যা লন্ডনে ছিলেন। দেশে এসে তার বাবা নির্দোষ বলে আদালতে আবেদন করেন। তারই ধারাবাহিকতায় পিতাকে হত্যার দায় থেকে রক্ষা করতে কাউন্টার মামলা দায়ের করেন। মামলার অভিযোগে নাদিরা জহির লিন্ডা দাবি করেন তার মাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। তার বাবা নির্দোষ। পিতা-মাতার দাম্পত্য জীবনে তিনি কখনো কলহ দেখেননি। সুতরাং তার পিতা কখনো তার মাকে হত্যা করতে পারেন না। উল্লেখ্য, চলতি বছরের ১৫ ফেব্র“য়ারী ভোররাতে হোটেল আলী ইন্টারন্যাশনালে সড়ক ও জনপথ বিভাগের সেতু বিভাগের প্রধান প্রকৌশলী জহিরুল ইসলামের স্ত্রী নাজমা জহির শোভাকে জবাই করে হত্যা করা হয়। সকালে কোতয়ালী থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। একইদিন দুপুরে প্রকৌশলী স্বামী জহিরুলকে স্ত্রী হত্যার অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় নাজমা জহির শোভার বোন নীলুফা আইরিন ঝুমু বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারি কর্মকর্তা দু’জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। অভিযুক্তরা হল জহিরুল ইসলাম ও হোটেল বয় আব্দুল মালেক। হত্যার কয়েকদিন আগে প্রকৌশলী জহিরুল ইসলাম সেতু বিভাগের কাজে ঢাকা থেকে স্ত্রীকে নিয়ে বরিশালে আসেন। তার বাড়ী পটুয়াখালী জেলার বাউফল উপজেলার রাজমহল গ্রামে।