সংঘর্ষে ৫ জন আহত
বরিশালের গৌরনদী উপজেলার বিল্লগ্রাম এলাকায় গতকাল রোববার সকালে বিরোধপূর্ণ পুকুরের মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা গেছে, ওইদিন সকালে বিরোধপূর্ণ পুকুরের মাটি কাটা নিয়ে হানিফ সরদারের সাথে প্রতিপক্ষ হাফিজুলের বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয়পক্ষের হাকিম সরদার (৫০), হাফিজুল সরদার (৩০), আজিজুল (২৮), হানিফ সরদার (৩৫), ওমর সরদার (৩২) আহত হয়।