উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি আব্দুর রব সরদার ক্ষোভের সাথে বলেন, প্রতিবছরের ন্যায় এবারও প্রভাত ফেরী ও আলোচনা সভায় অংশগ্রহনের জন্য উপজেলা পরিষদ মিলনায়তনে যাই। সেখানে গিয়ে দেখি এবছর কোন কর্মসূচীই গ্রহন করা হয়নি। গৌরনদী গার্লস হাইস্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক লক্ষণ চন্দ্র জানান, প্রত্যুর্ষে শিক্ষার্থীদের নিয়ে অন্যান্য বছরের মতো প্রশাসনের উদ্যোগে প্রভাত ফেরীতে অংশগ্রহনের জন্য উপজেলা চত্বরে গেলে জানা যায় এবছর কোন কর্মসূচী নেই। পরবর্তীতে নিজ উদ্যোগেই প্রভাত ফেরী বের করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মাহবুব খানের কাছে অনুষ্ঠান না করা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, সরকারি সিদ্ধান্ত না থাকায় সকালের কোন কর্মসূচী গ্রহন করা হয়নি।