শেরে বাংলার সাতুরিয়ার মিঞাবাড়ি সংরক্ষনের দাবী

মঙ্গলবার বৃহত্তর বরিশালের বিভিন্ন স্থানে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় বক্তারা মহান নেতা শেরে বাংলার স্মৃতি বিজরিত জন্মস্থান ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়ার মিঞা বাড়ীটি সংস্কার ও সংরক্ষনের দাবী জানান। একই সঙ্গে তার বাড়ীতে রাজাকার কর্তৃক আগুন দিয়ে পোড়ানোর সাথে জড়িতদেরও শাস্তির দাবি জানিয়েছেন।

ঝালকাঠি নাগরিক ফোরাম ও লেখক ফোরামের উদ্যোগে মসজিদ বাড়ি সড়কস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বেলা ১১টায় আয়োজিত সভায় বক্তারা এসব কথা বলেন। ঝালকাঠি নাগরিক ফোরামের আহবায়ক আহমেদ আবু জাফরের সভাপতিত্বে মহান নেতার জীবনি নিয়ে আলোচনা করেন লেখক ফোরামের আহবায়ক কবি এমএ মুসা, সদস্য সচিব আলমগীর হোসেন, ধানসিঁড়ি সাহিত্য কেন্দ্রের পরিচালক ওমর ফারুক, ওয়ার্ক ফাউন্ডেশনের পরিচালক দীপু লাল দাস, স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট’র সিনিয়র প্রকল্প কর্মকর্তা মাহফুজুর রহমান, জেলা পল্ল¬ী চিকিৎসক কল্যান সমিতির সভাপতি ডা: জহিরুল ইসলাম বাদল প্রমূখ।

অপরদিকে বরিশালের বানারীপাড়া চাখার শেরে বাংলা কলেজ, চাখার ইনস্টিটিউশন,ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়, বাইশারী মাধ্যমিক বিদ্যালয় ও বানারীপাড়া যুগান্তরের স্বজন সমাবেশের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় চাখার কলেজে আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর মতুর্জা অলিউল কবির। বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ সামসুদ্দীন, মোজাম্মেল হক, ছাত্র সংসদের সাবেক জিএস খিজির সরদার, ছাত্রলীগ নেতা নুরুল হাওলাদার, সৈয়দ সায়েম, মিঠুন হাওলাদার। বানারীপাড়া বাজারে যুগান্তরের স্বজন সমাবেশের অস্থায়ী কার্যালয়ের আলোচনা সভার সভাপতিত্ব করেন সাংবাদিক গোলাম মাহমুদ রিপন। বক্তব্য রাখেন সজল, তারিকুল ইসলাম, কেএম সফিকুল আলম জুয়েল, জালিফ মাহমুদ, আসাদুজ্জামান, সাইফুল ইসলাম প্রমুখ।