আর্ন্তজাতিক মাতৃভাষা দিসব উপলক্ষে প্রথমপ্রহরে (রাত ১২ টা ১ মিনিটে) বরিশালের গৌরনদী উপজেলার যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে। ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে রাত ১২ টা ১ মিনিটে উপজেলা প্রশাসন, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি গৌরনদী কলেজ, থানা প্রশাসন, প্রেসক্লাব, আওয়ামীলীগ, পৌর বিএনপির সভাপতি এস.এম মনির-উজ জামান মনির, জাতীয় পার্টি, জাকের পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নেতৃবৃন্দ পুস্পমাল্য অর্পন করেন।