চেংগুটিয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে স্কুল ছাত্রীসহ ১০ জন আহত

হামলা পাল্টা হামলা ও সংঘর্ষে স্কুল ছাত্রীসহ উভয়গ্রুপের ১০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকাল দশটার দিকে ওই গ্রামের সুভাশ শীলের জমিতে মাছ ধরতে যায় পাশ্ববর্তী বাড়ির বীরেন হালদারের স্ত্রী আশা লতা হালদার। এসময় সুভাষ তাকে মাছ ধরতে বাঁধা দিলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা বাঁধে। একপর্যায়ে আশা লতার স্কুল পড়ুয়া পুত্র বিনয়ের সাথে সুভাষের বাকবিতন্ডা হয়। এরজের ধরে সুভাষ ও তার সহযোগীরা বিনয়ের ওপর হামলা চালায়। বিনয় ও তার সহেযাগীরাও পাল্টা হামলা চালায়। হামলা-পাল্টা হামলা ও সংঘর্ষে উভয় পক্ষের বিনয় হালদার, তার স্কুল পড়ুয়া বোন চম্পা হালদার, তৃপ্তি, মা আশা লতা, বাবা বীরেন হালদার, প্রতিপক্ষ সুভাষ শীল, সুশান্ত, কালু হালদার, আশুতোষ ও মায়া শীল আহত হয়।