লোকজন লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে গতকাল আসামীপক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বেলুহার গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ১৬ সেপ্টেম্বর রাতে প্রতিপক্ষের হামলায় জাকির সরদার নিহত হয়। এঘটনায় ওইদিন রাতেই খলিল সরদার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় স্কুলছাত্র ও মৃতব্যক্তিকে আসামী করা হয়েছে। মামলা ও প্রতিপক্ষের হামলার ভয়ে নুরমোহাম্মদ, আবু সালেহ্, আবু তাহের ও নাসির সরদারের পরিবারের সবাই বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এসুযোগে এলাকার জালাল ভূঁইয়া, খলিল সরদার, হুমায়ুনের নেতৃত্বে এলাকার কতিপয় সুযোগসন্ধানীরা আসামীদের ৪টি বসতঘরের দরজা ভেঙে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, ঘরের ধান, পুকুরের মাছ, গোয়ালের গরুসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। আসামীপক্ষ কোর্ট থেকে জামিন নিয়ে বাড়ি এলে ঘরের দরজা-জানালা ভাঙা ও মালামাল না দেখে চরম হতাশায় কান্নায় ভেঙে পরেন। এব্যাপারে ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষে নাসির সরদারের স্ত্রী মুকুলী বেগম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।