আর্কাইভ
গৌরনদীতে পৃথক সংঘর্ষে

মহিলাসহ ২০ জন আহত
বরিশালের গৌরনদী উপজেলার কুতুবপুর গ্রামে জমাজমি সংক্রান্ত বিরোধে ও কাজিরচর গ্রামে বাড়ির সীমানা নির্ধারন নিয়ে সালিশ বৈঠকে সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত হয়। গুরুতর আহত ১২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী, পুলিশ ও আহত সূত্রে জানা গেছে, জমাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে গতকাল সোমবার সকালে কুতবপুর গ্রামের মিরাজ খানের সাথে প্রতিপক্ষ মনির খানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে মিরাজ খান (২৬), রিয়াজ খান (২৬), মনির খান (২৭), জাহাঙ্গীর আলমসহ ৫ জন আহত হয়।
অপরদিকে বাড়ির সীমানা নির্ধারন নিয়ে উপজেলার সীমান্তবর্তী মুলাদীর কাচিরচর গ্রামের শাহ আলমের সাথে দীর্ঘদিন থেকে প্রতিবেশী এচাহাক হাওলাদারের বিরোধ চলে আসছিলো। রবিবার বিকেলে স্থানীয় কাচিরচর দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে বিরোধ মীমাংসার জন্য এক সালিশ বৈঠক বসে। বৈঠকে উভয় পক্ষের মধ্যে বাক বিতান্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে জাহাঙ্গির মাতুব্বর (৪৫), সুমন (২২), রেনু বেগম (২৪), কুলছুম বেগম (৫৫), হাবিব মাতুব্বর (৪৫), জালাল মাতুব্বর (৩৫), দুলাল মাতুব্বর (৩০), শাহ আলম (৪৫) সহ উভয় পক্ষের ১৫ জন আহত হয়। গুরুতর আহত ১২ জনকে গৌরনদী ও মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় পৃথক ২ টি মামলা দায়ের করা হয়েছে।