নির্বাচনের দাবিতে অধ্যক্ষর কাছে স্মারকলিপি পেশ
সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে গতকাল সোমবার কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ ও সাধারন ছাত্র-ছাত্রীরা অধ্যক্ষর কাছে স্মারকলিপি পেশ করেছেন।
জানা গেছে, বিগত ২০০৪-০৫ শিক্ষা বর্ষের পর কলেজের ছাত্র সংসদের নির্বাচন না হওয়ায় কলেজে অধ্যায়নরত সাধারন ছাত্র-ছাত্রীরা তাদের নায্য দাবি থেকে রিতিমতো বঞ্চিত হচ্ছেন। তাই ছাত্র সংসদের নির্বাচনের মাধ্যমে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক ও ফলপ্রসু করতে ছাত্র সংসদের নির্বাচন দেয়ার দাবি জানিয়ে অধ্যক্ষর কাছে লিখিত আবেদনের মাধ্যমে স্মারকলিপি পেশ করা হয়। আনুষ্ঠানিক ভাবে অধ্যক্ষর কাছে স্মারকলিপি জমা দেয়ার সময় সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সভাপতি সোহানুর ইসলাম মনির, সাধারন সম্পাদক জুবায়েরুল ইসলাম সান্টু ভূইয়া, সহসভাপতি লুৎফর রহমান দ্বিপ, সোহেল হায়দার, কাজল হাওলাদারসহ কলেজের শতাধিক সাধারন ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।