আগামী ১৭ নভেম্বর পবিত্র ঈদ-উল আযহা

চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ও কমিটির সভাপতি মোঃ শাহজাহান মিয়া। দেশের ১৮টি জেলায় জিলহজ্ব মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গেছে। সভায় ধর্মসচিব কাজী হাবিবুল আওয়াল, জাতীয় মসজিদের খতিব মাওলানা মোঃ সালাহউদ্দিনসহ কমিটির অনান্য সদস্যরা উপস্থিত ছিলেন। পরে ধর্ম প্রতিমন্ত্রী মোঃ শাহজাহান মিয়া জানান, দেশের বিভিন্নস্থানে চাঁদ দেখা গেছে। ওইসব তথ্য পর্যালোচনা করে আগামি ১৭ নভেম্বর পবিত্র ঈদ-উল আযহা উদ্যাপনের দিন ঠিক করা হয়। তিনি দেশবাসীকে ঈদ-উল আযহার আগাম শুভেচ্ছা জানিয়েছেন।