তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার দুপুরে এ ঘটনার পর রাত সাড়ে আটটায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কাজলের জ্ঞান ফেরে। কাজল নগরীর রুপাতলী বাসস্ট্যান্ড সংলগ্ন রাজমিস্ত্রী হাসান শিকদারের স্ত্রী।
জ্ঞান ফেরার পর গৃহবধূ কাজল বেগম জানান, গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে সাগরদী পিটিআই স্কুলে তার দ্বিতীয় শ্রেনীতে পড়ুয়া শিশু পুত্র কাওসার হোসেনকে (৯) আনতে যান। স্কুলের সম্মুখে পৌঁছামাত্র স্থানীয় বখাটে নাসির উদ্দিন, শামীম হোসেন ও বাচ্চু গৃহবধূকে নানাধরনের কটুক্তি করে। এক পর্যায়ে ওই বখাটেরা কাজলকে নিয়ে ফুর্তি করার প্রস্তাব দেয়। গৃহবধূ কাজল বখাটেদের প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে ওই বখাটেরা কাজলকে ঝাঁপটে ধরে শ্লীলতাহানী ঘটায়। এ সময় কাজল ডাকচিৎকার শুরু করলে বখাটেরা তাকে এলোপাথারি কিল ঘুষি মেরে অচেতন করে ফেলে। এঘটনার কিছুক্ষন পর স্কুলের দপ্তরি শাহনাজ বেগম অচেতন অবস্থায় মাটিতে শোয়া কাজল বেগমকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। রাত সাড়ে আটটায় গৃহবধূ কাজলের জ্ঞান ফেরে। কাজল বেগম বলেন, স্থানীয় বখাটে যুবক নাসির উদ্দিন দীর্ঘদিন থেকে তাকে উত্যক্ত করে আসছিলো।
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি জাহাঙ্গীর হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ব্যাপারে এখনো কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।