হান্নান মোল্লাকে গ্রেফতার করেছে।
গৌরনদী থানার অফিসার ইনচার্জ (অতিরিক্ত দায়িত্বে) ও মামলার বাদি এস.আই শাহজালাল খলিফা জানান, গত ৫ নবেম্বর ডিলার হান্নান মোল্লা, মান্নান বেপারী গংরা আগৈলঝাড়া উপজেলার ওএমএস’র ১০ মে.টন চাল কালোবাজারে বিক্রি করে। ওই চাল টরকী বন্দরের সুদেব মন্ডলের কাছে পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী থানা পুলিশ ৭টি নসিমন ভর্তি ওএমএস’র চাল আটক করে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করার পর ওইদিন রাতেই ডিলার মান্নান বেপারীকে গ্রেফতার করা হয়। গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই আসাদের নেতৃত্বে গৌরনদী থানার একদল পুলিশ অপর ডিলার হান্নান মোল্লাকে গ্রেফতার করেছে।