ইভটিজিং প্রতিরোধে গেজেট প্রকাশ

তফসিলভুক্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে আইন মন্ত্রণালয় এ গেজেট প্রকাশ করে। ফলে ইভটিজিং রোধে ভ্রাম্যমান আদালতের কার্যক্রম শুরু করতে আর কোন বাঁধা রইলো না।

এর আগে দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান সিকদার জানান, সকল জেলা ও উপজেলাসহ দেশের যেখানেই ইভটিজারদের তৎপরতা থাকবে সেখানেই ভ্রাম্যমাণ আদালত তাদের কার্যক্রম চালাবে। সচিব আরো জানান, গত বছর নবেম্বর মাসে ৮৫টি বিষয়ে ব্যবস্থা নেয়ার এখতিয়ার দিয়ে ভ্রাম্যমাণ আদালত আইন সংশোধন করা হয়। এরপর থেকেই ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম চালাচ্ছে। তবে পরবর্তীতে আরো কয়েকটি বিষয় এতে অর্ন্তভুক্ত করা হয়েছে। ইভটিজিং’র জন্য সর্বশেষ যুক্ত করা হয় দন্ডবিধি ৫০৯ ধারাটি।
ভ্রাম্যমাণ আদালত ইভটিজিং-এ জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ এক বছরের কারাদন্ড দিতে পারবে।