তৃতীয় স্ত্রীর বিরুদ্ধে স্বামী হত্যার অভিযোগ

নিহতের নাম আইয়ুব আলী শিকদার (৫৫)। গতকাল বুধবার সকালে বরিশাল কোতোয়ালী মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে বরিশাল শের- ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় আইয়ুব আলীর পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ এনে থানায় মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, সাগরদী ফকির বাড়ি এলাকার বাসিন্দা আইয়ুব আলী শিকদার পর পর ৩টি বিয়ে করেন। সদর উপজেলার চরমোনাই এলাকায় প্রথম বিয়ে করে আইয়ুব। প্রথম স্ত্রী আলেয়া বেগমের ঘরে ১ ছেলে ও ৪ মেয়ে রয়েছে। দ্বিতীয় বিয়ে করেন একই এলাকার সালমা বেগমকে। তার ঘরে রয়েছে ২টি কন্যা সন্তান। সবশেষে তৃতীয় বিয়ে করেন একই এলাকার জুলেখা বেগমকে। আইয়ুব আলীর মৃত্যুর আগ পর্যন্ত তার তৃতীয় বিয়ের খবরটি গোপন থাকে। তৃতীয় স্ত্রী জুলেখো বেগম জানায়, মঙ্গলবার রাতে স্বামী আইয়ুব আলী তার ঘরে আসে। কিছুক্ষণ পর সে অসুস্থ্য হয়ে পড়লে তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এরপর লাশ বাড়িতে নিয়ে আসা হয়। তার বক্তব্য স্বামী স্ট্রোক করে মারা গেছে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১১টায় আইয়ুব আলীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং ছেলে মোফাজেল তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন। তাদের দাবির প্রেক্ষিতে বুধবার সকালে কোতোয়ালী থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করেন।