ইন্সুরেন্সের মরোনত্তর চেক প্রদান
হোমল্যান্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের বরিশালের গৌরনদীর আশোকাঠী এজেন্সী অফিসের গ্রাহক সেকান্দার সন্যামাতের মরোনত্তর বীমা দাবির চেক প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে এজেন্সী অফিসের হলরুমে আলোচনা সভায় স্থানীয় সমাজ সেবক মোবারক আলী হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর জে.ই.ভি.পি গোলাম মাসুদ মিয়া। বক্তব্য রাখেন কোম্পানীর ভি.পি গোলাম রাহাত মিয়া, আশোকাঠী এজেন্সী অফিসের ক্যাশিয়ার মোঃ বেল্লাল হোসেন, আঃ রহিম আকন প্রমুখ। শেষে কোম্পানীর গ্রাহক মরহুম সেকান্দার সন্যামাতের বীমা দাবির মরোনত্তর চেক প্রদান করা হয়।