প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন
বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান গতকাল মঙ্গলবার স্কুল মাঠে সম্পন্ন হয়েছে।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি, আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের বরিশাল অঞ্চলের পরিচালক ও নলচিড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জি.এম হারুন মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম খান। বিশেষ অতিথি ছিলেন নলচিড়া ইউনিয়নের চেয়ারম্যান সেকান্দার আলী মৃধা, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ শাহ আলম, উপজেলা ইউ.আর.সি ইনসট্রাষ্টর মোঃ মতিউর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম।