ফাউন্ডেশনের আলোচনা সভা
ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে মহান আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের সমাধী সংলগ্ন লাখেরাজ কসবা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ফাউন্ডেশনের সভাপতি ও পৌর মেয়র মোঃ নুরুল ইসলাম নুর আলম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির, সহসভাপতি কাজী নুরুল মতিন মাসুক, সহসম্পাদক জহির সাজ্জাত হান্নান, লাখেরাজ কসবা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খাদিজা আক্তার, প্রধান শিক্ষকা শোভা রানী ভক্ত, গৌরনদী প্রেসক্লাকের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, বড়কসবা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকান্দার হোসেন প্রমুখ। সভার শুরুতে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ওরফে ছরু কাজীর সমাধীতে পুস্প অর্পন করা হয়।