সহায়তার কার্ড বিতরনের উদ্বোধন
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় গতকাল মঙ্গলবার বিকেলে কৃষি উপকরন সহায়তা কার্ড বিতরনের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে উপজেলা বিআরডিবির হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার দীপংকর বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামীলীরে দপ্তর সম্পাদক মুক্তিযোদ্ধা এডভোকেট তালুকদার মোঃ ইউনুস। বিশেষ অতিথি ছিলেন আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মোতুর্জা খান। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ইউসুফ হোসেন মোল্লা, ভাইসচেয়ারম্যান জসিম সরদার, শেফালী রানী সরকার, কৃষি কর্মকর্তা রমেন্দ্র নাথ বাড়ৈ, ওয়ালভিশনের ম্যানেজার অচিন্ত চাম্বু গং প্রমুখ। শেষে কৃষকদের মাঝে কৃষি উপকরন সহায়তা কার্ড বিতরনের উদ্বোধন করা হয়।
একই সভায় গ্রীস প্রবাসী আলহাজ্ব ইদ্রিস আলী ওরফে বাদশা মোল্লার ব্যক্তিগত উদ্যোগে আগৈলঝাড়া উপজেলার অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরন করা হয়।