আমরা তিনজন খলনায়ক – জেনারেল (অবঃ) এম. সাখাওয়াত হোসেন

না জানি তারা আমাকে নিয়ে কখন কি লিখে ফেলেন। কারন কলম তাদের হাতে লিখলেই তো হয়। ভাই অনুরোধ করছি ভূয়া কিছু লিখবেন না। সাংবাদিকদের উদ্দেশ্যে বিষোধাগার করে কথাগুলো বলেছেন, নিবার্চন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এম. সাখাওয়াত হোসেন। গত বুধবার (২৪ নবেম্বর) বিকেলে বরিশালের গৌরনদী উপজেলা সার্ভার ষ্টেশন পরিদর্শন শেষে স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, সুধীজনের সাথে আগামী ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনের বিধিমালা নিয়ে এক মতবিনিময় সভায় তিনি আরো বলেন, ঠেকবাজির নির্বাচন আর হচ্ছে না, বর্তমান প্রধানমন্ত্রীও চান অবাধ সুষ্ঠ নির্বাচন। যার প্রমান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন। ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে বর্তমানে যে পরিবর্তনের (ভাগাভাগির) কথা বলা হচ্ছে। এটি আরো আগে হওয়া উচিত ছিলো। আমাদের সময়ে প্রস্তুতকৃত বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র ও স্বচ্ছ ভোটার তালিকা গঠনের বিষয়টি এখন অনেক দেশ অনুকরন করছেন। একপর্যায়ে তিনি গর্ব বলেন, কমিশনে থাকা আমরা তিনজন হচ্ছি বাংলার খলনায়ক।