সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটির ডক্টরেট পেলেন শেখ হাসিনা

আন্তর্জাতিক মানবিক উন্নয়নে অসামান্য অবদানের জন্য তাকে এ সম্মাননা প্রদান করা হয়। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের রেক্টর নিকোলাই এম ক্রোপাচেভ শেখ হাসিনার হাতে আনুষ্ঠানিকভাবে এ ডিগ্রির সনদ তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, এ ডিগ্রি বাংলাদেশের ১৬ কোটি মানুষের জন্য এক বিরল সম্মান। তিনি আরো বলেন, এ ডিগ্রি দেশ ও জনগণকে সেবা দিতে দৃঢ়তা ও সংকল্প আরো জোরদার করবে, যেভাবে আমার পিতা দেশ ও জনগণের সেবা করেছিলেন। পিটার্সবার্গ ইউনিভার্সিটির রেক্টর ক্রোপাচেভ বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এ সম্মানজনক ডিগ্রি প্রদান করতে পেরে ইউনিভার্সিটি গর্ববোধ করছে।


প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র্যই বাংলাদেশের উন্নয়নের সবচেয়ে বড় শত্র“। আমরা বিশ্বাস করি শিক্ষাই সামাজিক এ ব্যধিকে দূর করতে পারবে। দারিদ্র্য দূর করতে তিনি রাশিয়ার সহযোগিতা কামনা করেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে শিক্ষাখাতে তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ২০১১ সাল নাগাদ প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ শিশুর ভর্তির লক্ষ্যমাত্রা এবং ২০১৪ সাল নাগাদ শতভাগ সাক্ষরতা অর্জনের লক্ষ্যে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে। দারিদ্র্য নির্মূলে মহাজোট সরকারের বিভিন্ন পদক্ষেপের বর্ণনা দেন তিনি। এ প্রসঙ্গে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের অংশ হিসেবে ২০১৫ সালের মধ্যে ১ কোটি ২০ লাখ মানুষকে দারিদ্রমুক্ত করার কথাও উল্লেখ করেন তিনি। সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটিতে বাংলা ভাষা পাঠদানের কোর্স রাখায় বিশ্ববিদ্যলয় কর্তৃপক্ষের প্রশংসা করেন শেখ হাসিনা। তথ্য পির্টাসবার্গ-টেস্ট-ইউনিভার্সিটি ডটকম।