২২শে ফেব্রুয়ারী, চাঁদের অন্যপিঠ…

22nd February
উপরের ছবি দু’টোর প্রথমটা ২১শে ফেব্রুয়ারী আর দ্বিতীয়টা ২২শে ফেব্রুয়ারীতে তোলা। শহীদ দিবস আর আর্ন্তজাতিক ভাষা দিবস পালনের বিশাল আয়োজন তারিখটার মধ্যপ্রহর পার হতে শুধু শারীরিক অর্থেই মুখ থুবড়ে পরেনা, বরং তা আক্ষরিক অর্থেই বিদায় নেয় আমাদের মগজ হতে। অনেকটা জনপ্রিয় খেলা দেখার মত দিনটাকে নিজের মত উপভোগ করে ছুড়ে ফেলি ডাষ্টবিনে এবং পেছনে ফেলে আসি একগাদা আবর্জনা। এসব আবর্জনায় শুধু বর্জ্য পদার্থ থাকে এমনটা বোধহয় সত্য নয়। এবারে ২১শে ফেব্রুয়ারীর প্রথম পহরে শহীদ মিনারে ফুল দেয়া নিয়ে এ আবর্জনায় শামিল হয়েছে ২টা লাশ ও মারাত্মক আহত আরও শতাধিক আদম সন্তান।

মাস ব্যাপি কবিতা আর ফুলে ফুলে শহীদদের শ্রদ্বা জানানোর মূল্য যদি ২টা লাশ আর কিছু পংগু মানুষ দিয়ে পরিশোধ করতে হয়, তাহলে আমাদের বোধহয় ভেবে দেখা উচিৎ এমন একটা আয়োজনের প্রয়োজনীয়তা্র কথা। যে মিনারের স্থান হওয়ার কথা প্রতিটা হৃদয়ে, তাকে হাটে মাঠে ঘাটে বানিয়ে লোক দেখানোর মহা আয়োজন আর রাক্তারক্তি করে আর যাই হোক শহীদদের প্রতি সন্মান শ্রদ্বা দেখানো যায়না।

Source from and Writer : Ami Bangladeshi