শুক্রবার সকালে শহীদ কর্নেল বি.এম জাহিদ হোসেনের মা জহুরা খাতুন, স্ত্রী নিশরাত হক ছন্দা, ছেলে নিলয় ও নির্ঝর শহীদ কর্নেল জাহিদের কবর জিয়ারত করেন। এ সময় জাহিদের বৃদ্ধা মা কান্নাজড়িত কন্ঠে বলেন, ঘটনার এক বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত হত্যাকারীদের বিচার হয়নি। সবে মাত্র বিচার কাজ শুরু করা হয়েছে। আমি জীবিত অবস্থায় আমার ছেলের হত্যাকারীদের ফাঁসি দেখে যেতে চাই। শহীদ কর্নেল জাহিদের স্ত্রী নিশরাত হক ছন্দা পিলখানায় বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয় ভাবে পালন না করায় ক্ষোভ প্রকাশ করেন।
গতকাল জুম্মার নামাজের পর দোয়া-মিলাদ শেষে কর্নেল জাহিদের কবর জিয়ারত করেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট তালুকদার মোঃ ইউনুস, আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মোতুর্জা খান, মেজর (অবঃ) মোর্শেদ আহম্মেদ, ঢাকা রাজউক স্কুল এন্ড কলেজের প্রভাষক সোলায়মান, কাইয়ুম, জাহিদ হোসেন, কামরুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।
এ সময় অন্যান্যদের মধ্যে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর বিশ্বাস, আওয়ামীলীগ নেতা রইচ সেরনিয়াবাত, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অশোক কুমার নন্দীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।