হাকিম হাজরা
বরিশালের আগৈলঝাড়া উপজেলার সিমান্তবর্তী কোটালীপাড়ার বান্ধাবাড়ী ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম হাজরা (৭০) হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে গত বৃহস্পতিবার বিকেলে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। তিনি স্ত্রী, ২ পুত্র, ৫ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল শুক্রবার বাদ জুম্মা মরহুমের জানাজা শেষে হরিনাহাটি গ্রামের পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। তার মৃত্যুতে কোটালীপাড়া পৌরসভার চেয়ারম্যান অহিদুল ইসলাম হাজরা ও বান্ধাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ শেখ গভীর শোক ও শোকার্র্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।