শাহ্ মাজারের ওরশ মোবারক
বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়ার বিখ্যাত ওলী হযরত সৈয়দ কুতুবউদ্দিন আহমেদ (কুতুব শাহ্) রঃ ছাহেবের মাজার শরীফের বাৎসরিক পবিত্র ওরশ মোবারক আগামিকাল রবিবার। উক্ত ওরশ মোবারকে ধর্মপ্রান ব্যক্তিদের আমন্ত্রন জানিয়েছেন দরগাহ কমিটির নেতৃবৃন্দ।