অভিভাবক সদস্য নিয়োগের অভিযোগ
বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া এ.এন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে অবৈধভাবে অভিভাবক সদস্য নিয়োগের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানা গেছে, স্থানীয় প্রভবাশালী জালাল উদ্দিন সরদার তার কন্যা ইসরাত জাহানকে গত ৩ বছর পূর্বে নবম শ্রেনীতে অধ্যায়নরত অবস্থায় বিবাহ দেন। সেই থেকে ইসরাতের পড়াশুনা বন্ধ হয়ে যায়। ইতিপূর্বে ওই ছাত্রীর অভিভাবক হিসেবে তিনি (জালাল উদ্দিন) স্কুল ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচিত হয়েছিলেন। গত ৩ বছর যাবৎ ক্লাশে ওই ছাত্রীর কোন হাজিরাও নেই। অর্ধ্যবধি ওই ছাত্রীর রেজিষ্ট্রেশন হয়নি এমনকি কোন পরীক্ষায় অংশগ্রহন না করা সত্যেও তার ছাত্রীত্ব কিভাবে বহাল থাকে এ নিয়ে প্রশ্ন স্থানীয়দের। গত ৭ জানুয়ারি ইসরাত জাহানের পিতা হিসেবে প্রভাবশালী জালাল উদ্দিনকে পূর্ণরায় অভিভাবক সদস্য নির্বাচিত করায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় গত ৩ ফেব্র“য়ারি স্থানীয় আইয়ুব আলী সরদার, আনোয়ার হোসেন, আবুল কালাম আজাদসহ অন্যান্যরা বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগের মাধ্যমে প্রভাবশালী জালাল উদ্দিনের সদস্যপদ বাতিলের দাবি করেন। লিখিত অভিযোগের দীর্ঘদিন অতিবাহিত হলেও বোর্ড চেয়ারম্যান কর্তৃক এখনো কোন ব্যবস্থা না নেয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।