ঠিক কি ভাবে বললে বিএনপি সংসদে ফিরবে তা ভেবে পাচ্ছি না: স্পিকার

তা ভেবে পাচ্ছিনা । বিরোধী দলকে সংসদে যোগ দিয়ে গঠনমূলক ভুমিকার রাখার আহ্বান জানান তিনি। রোববার ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তনে ঢাকা রিপোটার্স ইউনিটির ১৫তম বার্ষিক সাধারণ সভা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপের সময় তিনি এ কথা বলেন। স্পিকার বলেন, যারা যখন ক্ষমতায় থাকে তারা তখন বিরোধী দলকে সংসদে আসার আহ্বান জানান। অথচ বিরোধী দলে থাকলে তারাই আবার সংসদ বর্জন করেন। তিনি বলেন, গণতন্ত্রের স্বার্থে বিরোধী দলের সংসদে যোগ দেয়া উচিৎ বলে মন্তব্য করেন তিনি। এর আগে অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি আশ্বাস দিয়ে বলেন, ডিআরইউ’র স্থায়ী কার্যালয় নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলাপ করবেন।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইসলামি ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান, দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারোয়ার, বৈশাখী টেলিভিশনের সিইও মঞ্জুরুল আহসান বুলবুল, ডিআরইউ সভাপতি শামিম আহমেদ, সাধারণ সম্পাদক পথিক সাহা প্রমুখ।