জাকের পার্টির দোয়া-মিলাদ ও আলোচনা
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গতকাল শনিবার বরিশালের গৌরনদীতে জাকের পার্টির উদ্যোগে বিশেষ দোয়া-মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্বওলী খাজা বাবা ফরিদপুরী সুন্দরদী কমপ্লেক্সে জাকের পার্টির গৌরনদী উপজেলা ও পৌর কমিটির উদ্যোগে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত আলোচনা সভায় জাকের পার্টির উপজেলা শাখার সহসভাপতি মাষ্টার মঞ্জুর এলাহীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাকের পার্টির বরিশাল বিভাগীয় কমিটির প্রচার সম্পাদক মোঃ বাদশা মুন্সী। বক্তব্য রাখেন উপজেলা শাখার সাধারন সম্পাদক জয়নাল আবেদীন সরদার, পৌর শাখার সভাপতি লাল মিয়া মুন্সী, জাকেরান সেকান্দার আলম বেপারী, শাহজাহান মিয়া, লাভলু খান প্রমুখ। শেষে বিশেষ দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।