একজন গ্রেফতার
বরিশালের গৌরনদী থানা পুলিশ বৃদ্ধা আছিয়ার হত্যা কান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে গতকাল মঙ্গলবার সকালে মোড়াকাঠী গ্রাম থেকে মান্নান সরদার নামের এক যুবককে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, উপজেলার দক্ষিণ বাটাজোর গ্রামের একটি ডোবা থেকে গত সোমবার সকালে পাশ্ববর্তী মোড়াকাঠী গ্রামের বৃদ্ধা আছিয়া বেগমের (৬৫) লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় বৃদ্ধার পুত্র জামাল সরদার বাদি হয়ে ওইদিনই গৌরনদী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ গতকাল মঙ্গলবার সকালে মোড়াকাঠী গ্রাম থেকে মান্নান সরদারকে (১৮) গ্রেফতার করে।