সিটি কর্পোরেশনে ৫ কোটি টাকা ব্যয়ে পানি সরবরাহ প্রকল্পে ৮০ ভাগ কাজ সম্পন্ন

নগরীর বর্ধিত এলাকায় প্রায় ৩০কিঃ মিঃ (বিভিন্ন ব্যাসের) পানির লাইন স্থাপন করা হচ্ছে। নগরীর চরবদনা মৌজায় ৬.৪৪ একর এবং রূপাতলী মৌজার ৬.৮৭ একর জমিতে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের কার্য্যাদেশ প্রদানসহ যাবতীয় ব্যবস্থা ইতোমধ্যেই শেষ হয়েছে। এছাড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও সিটি কর্পোরেশনের সম্মিলিত উদ্যোগে নগরীতে ৯ টি উৎপাদক নলকুপ (৮ ইঞ্চি ব্যাসের) স্থাপন কার্যক্রম গ্রহন করা হয়েছে এবং ইতিমধ্যেই পুলিশ লাইন পাম্পটি স্থাপন করা হয়েছে। এরবাইরে চলতি অর্থ বছরের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে আরো ৮ টি উৎপাদক নলকুপ স্থাপন করা হবে। সূত্র আরো জানায়, আগামী অর্থবছরে নগরবাসীর জন্য পর্যাপ্ত বিশুদ্ধ পানির ব্যবস্থা করা সম্ভব হবে। ৫ কোটি টাকা ব্যয়ে বরিশাল সিটি কর্পোরেশনের বিশুদ্ধ পানি সরবরাহ করবে। আগামী অর্থবছরে নগরবাসীকে পানির জন্য নলকুপ বা টাইম কলের জন্য অপেক্ষা করতে হবে না। প্রকল্প গুলো সঠিক ভাবে বাস্তবায়ন হলে রির্জাভ ট্যাংকের প্রয়োজন হবে না। কারন জানতে চাইলে সূত্র জানায় টাইম কলে সব সময় পানি ব্যাবস্থা থাকবে। বরিশাল সিটি কর্পোরেশনের পানি সরবরাহ বিভাগের নির্বাহী প্রকৌশলী এস,এম, শফিকুর রহমান জানান, প্রকল্পের কাজ গুলো চলছে। চলতি অর্থবছরে যদি আবাহওয়া অনুকুলে থাকে তবে কাজ শেষ করা সম্ভব হবে বলে তিনি জানান।