গৌরনদীতে মেয়র পদে লড়াই হবে ঘড়ি ও আনারসের মধ্যে

স্বতন্ত্র প্রার্থী গোলাম মনির মিয়া তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এখন মেয়র প্রার্থী হিসেবে রয়েছেন আওয়ামীলীগ সমর্থিত মহাজোট মনোনীত মোঃ হারিছুর রহমান হারিছ ও বিএনপি সমর্থিত চারদলীয় জোটের নুরুল ইসলাম নুর আলম হাওলাদার। এখনো প্রতীক বরাদ্দ দেয়া না হলেও মহাজোট প্রার্থী তার মনোনয়নপত্রে প্রতীক হিসেবে চেয়েছেন ঘড়ি ও চারদলীয় জোটের প্রার্থী চেয়েছেন আনারস। সেক্ষেত্রে আগামি ১৩ জানুয়ারির নির্বাচনে ভোটের লড়াই হবে ঘড়ি ও আনারসের মধ্যে। নির্বাচনী গণসংযোগে মহাজোটের প্রার্থী অনেকাংশে এগিয়ে থাকলেও চারদলীয় জোটের প্রার্থী বলেছেন আগামি ২৮ ডিসেম্বর থেকে তিনি প্রচার প্রচারনা ও গণসংযোগে মাঠে নামবেন।

মহাজোট প্রার্থী হারিছুর রহমান হারিছ বলেন, দলমত নির্বিশেষে আমি গৌরনদী পৌরবাসীর সেবা করতে চাই। চারদলীয় জোটের প্রার্থী নুরুল ইসলাম নুর আলম হাওলাদার বলেন, নির্বাচনের আগেই আমাকে হত্যার হুমকি দিয়ে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা আমার মোবাইল ফোনে ম্যাসেজ পাঠিয়েছে। সেক্ষেত্রে সুষ্ঠ পরিবেশে নির্বাচন হবে কিনা এ নিয়ে এখনই সাধারন ভোটারদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। তিনি ভোটের দিন ভোটকেন্দ্রে সেনাবাহিনী মোতায়েনের জন্য দাবি করেন। গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম-পিপিএম বলেন, নির্বাচন উপলক্ষে কোন বিশৃংখলা সৃষ্টিকারীদের ছাড় দেয়া হবে না। সুষ্ঠ পরিবেশেই সাধারন ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। সেক্ষেত্রে সেনাবাহিনী মোতায়েনের মতো এখনো কোন পরিবেশের সৃষ্টি হয়নি বলেও তিনি উল্লেখ করেন।