সভাপতি মনির হোসেন রাঢ়ীর (৩৫) ওপর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সন্ত্রাসীরা হামলা চালিয়ে গুরুতর জখম করেছে। আশংকাজনক অবস্থায় ওইদিন রাতেই আহত মনির হোসেনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, মুলাদী পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও মুলাদী প্রেসক্লাবের সভাপতি মনির হোসেনের ওপর গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় একই ওয়ার্ডের আলাউদ্দীন হোসেনের পুত্র রাসেল আহম্মেদ ও তার সন্ত্রাসী সহযোগীরা। সন্ত্রাসীরা অর্তকিত ভাবে মনির হোসেনের ওপর হামলা চালিয়ে মৃত নিশ্চিত ভেবে বীরদর্পে স্থান ত্যাগ করে। পরবর্তীতে স্থানীয়রা রক্তাক্ত জখম অবস্থায় মনির হোসেনকে উদ্ধার করে প্রথমে মুলাদী ও তাৎক্ষনিক বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা আশংকাজনক।
এ ব্যাপারে মুলাদী থানার অফিসার ইনচার্জ ওসি আমিরুজ্জামান আমিরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।