প্রধান শিক্ষককের কক্ষে তালা
অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবরা বিক্ষোভ প্রদর্শন করে গত সোমবার দুপুরে প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন।
বিক্ষুব্ধরা জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কুল পরিচালনা কমিটির মতামতকে উপেক্ষা করে বিএসসি শিক্ষক অমল কুমার সরকার (ইনডেক্স নং-৩৪১৫৩৪) এবং সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান (ইনডেক্স নং-২১৮৪৪৯) কে একই উপজেলার পয়সারহাট মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ প্রধান শিক্ষক পদে মিজানুর রহমান ও সহকারী প্রধান শিক্ষকপদে অমল কুমার সরকারকে নিয়োগ দেন। তারা ওই বিদ্যালয়ে পূর্ববর্তী বিদ্যালয়ের ছাড়পত্র ছাড়াই ২ ফেব্র“য়ারী পয়সারহাট মাধ্যমকি বিদ্যালয়ে যোগদান করেন। এদিকে ওই দুই শিক্ষক ৯ ফেব্র“য়ারী পর্যন্ত রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান করে নিয়মিত হাজিরা খাতায় স্বাক্ষর করেন। প্রধান শিক্ষক ব্যক্তিগতভাবে লাভবান হয়ে ওই ৯ দিনের হাজিরা খাতায় তাদের স্বাক্ষর ফু¬ইড দিয়ে মুছে অন্যস্কুলে যোগদানের জন্য সহযোগিতা করেন এবং কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে ৩ দিনের ছুটি ভোগ করেন। এ সংবাদ ছড়িয়ে পরলে গত সোমবার দুপুরে শতাধিক শিক্ষাথীর অভিভাবকরা বিদ্যালয় প্রাঙ্গনে উপস্থিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে প্রধান শিক্ষক মোল্লা মোঃ শাহজাহানের কক্ষে তালা ঝুলিয়ে দেন।