স্মরন করেনি কেউ – নিরবেই কেটে গেল গৌরনদী মুক্ত দিবস

মুক্তিবাহিনী ও মুজিব বাহিনীর সদস্যরা যৌথ আক্রমন চালিয়ে সরকারী গৌরনদী কলেজে স্থায়ী ক্যাম্প স্থাপন করা পাকসেনাদের পরাস্থ করেছিলেন। সেইদিন ক্যাম্পে থাকা প্রায় শতাধিক পাকসেনারা মিত্রবাহিনীর মাধ্যমে মুজিব বাহিনীর কমান্ডার আবুল হাসানাত আব্দুল্লাহ (সাবেক চীফ হুইপ) ও মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দিন আকনের কাছে আত্মসমর্পন করেছিলেন। 

দেশের সর্বশেষ বিজয় পতাকা গৌরনদীতে উড়লেও এ দিবসটিতে আজো সরকারি ভাবে কোন কর্মসূচী গ্রহন করা হয়নি। দীর্ঘদিন ধরে এ দিবসটি পালন করে আসছিলেন তৎকালীন মুক্তিযোদ্ধা সংগঠক, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক আহবায়ক সৈয়দ মনিরুল ইসলাম বুলেট ছিন্টু।

গত বছর সরকারী গৌরনদী কলেজের সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলাম মুক্তিযোদ্ধাদের পূর্ব ঘোষিত কর্মসূচীর পরিবর্তে ২১ ডিসেম্বর গৌরনদী কলেজ পাকহানাদার মুক্ত দিবস পালন করেন। এ বছর তিনি (বুলেট ছিন্টু) অসুস্থ্য থাকায় গৌরনদী পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে কোন কর্মসূচীই পালন করা হয়নি। এতে সাধারন মুক্তিযোদ্ধাদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা আগামি বছর থেকে সরকারী উদ্যোগে এ দিবসটি পালন করার জন্য প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।