মনোনীত মেয়র পদপ্রার্থী মোঃ হারিছুর রহমান হারিছ গতকাল বুধবার সকালে নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে উঠান বৈঠক করেছেন।
পৌর এলাকার টরকী বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী ফরহাদ মুন্সীর বাড়িতে অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ, জেলা শ্রমিকলীগের সভাপতি আফতাব হোসেন, কুয়েত শাখা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব, গৌরনদী উপজেলা আওয়ামীলীগ নেতা এইচ.এম জয়নাল আবেদীন, রাজু আহম্মেদ হারুন, রাজ্জাক হাওলাদার, মেয়র পদপ্রার্থী মোঃ হারিছুর রহমান হারিছ প্রমুখ।
একইদিন দুপুরে পৌর এলাকার টরকীরচর মহল্লার গুচ্ছগ্রামে ও বিকেলে টিকাসার মহল্লার আলী আকবর হাওলাদারের বাড়িতে অনুরুপ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে একইদিন সন্ধ্যায় পৌর এলাকার ৭নং ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করার জন্য একইভাবে উঠান বৈঠকের আয়োজন করা হয়।
অপরদিকে মেয়র পদপ্রার্থী মোঃ হারিছুর রহমান হারিছের সহদর কুয়েত শাখা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব মঙ্গলবার সন্ধ্যায় গৌরনদীর কর্মরত সাংবাদিকদের সাথে স্থানীয় প্রেসক্লাব মিলনায়তে নির্বাচন নিয়ে এক মতবিনিময় সভা করেছেন।