হত্যাকারীদের গ্রেফতার পূর্বক ফাঁসির দাবিতে গতকাল বৃহস্পতিবার সকালে মাদারীপুরের কালকিনি প্রেসক্লাবে এক প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় উপজেলার কর্মরত সাংবাদিকরা অংশগ্রহন করেন। প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ বিল্লাল হোসেন, ইকবাল হোসেন, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, এইচ.এম মিলন, জাকির হোসেন, টি.এ কানন ও জাহিদ হাসান প্রমুখ।
উল্লেখ্য, মঙ্গলবার বিকালে মুলাদী প্রেসক্লাবের সভাপতি ও পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মনিরকে সন্ত্রাসীরা এলোপাতারিভাবে পিটিয়ে আহত করলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থা আশংকাজনক হলে বরিশাল শে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরো অবনতি ঘটলে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদি হয়ে মুলাদী থানায় ৫জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।