গৌরনদীতে ভিজিএফ কার্ডের তালিকা তৈরি নিয়ে সংঘর্ষ

উপজেলার বাসুদেবপাড়া গ্রামের কালীবাড়ি বাজারে আওয়ামীলীগের দু’গ্র“পের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়গ্রুপের কমপক্ষে ৫ জন আহত হয়েছে। এসময় এক আওয়ামীলীগ নেতার মুদি দোকানে হামলা চালিয়ে ভাংচুরের ঘটনা ঘটেছে।

ওই গ্রামের আওয়ামীলীগ নেতা আকবর হোসেন, মানিক বাগলসহ একাধিক নেতা-কর্মীরা অভিযোগ করেন, উপজেলার বাটাজোর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় কালীবাজারের ব্যবসায়ী মোনায়েম সরদার দলীয়ভাবে ওই এলাকার ভিজিএফ কার্ডের নামের তালিকা তৈরির দায়িত্ব পান। দায়িত্ব পেয়ে তিনি স্বজনপ্রীতির আশ্রয় নিয়ে ভিজিএফ কার্ডের নামের তালিকা তৈরি করেন। তারা আরো অভিযোগ করেন, গ্রামের দুঃস্থ-অসহায় ব্যক্তিদের নাম বাদ দিয়ে তিনি (মোনায়েম) তার তৈরিকৃত তালিকায় একাধিক স্বচ্ছল ব্যক্তির নাম অন্তর্ভূক্ত করেন। স্বজনপ্রীতির অভিযোগ এনে স্থানীয় আওয়ামীলীগ সমর্থকেরা এর আপত্তি জানায়। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে উভয় গ্রুপের মধ্যে বাক-বিতন্ডার এক পর্যায়ে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের মোনায়েম সরদার, আকবর হোসেন, মানিক বাগলসহ কমপক্ষে ৫ জন আহত হয়। গুরুতর আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্বজনপ্রীতির অভিযোগ অস্বীকার করে আহত ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোনায়ের সরদার বলেন, আকবর হোসেন, মানিক বাগলের পছন্দসই লোকদের নাম না দেয়ায় তারা আমার ওপর হামলা চালিয়েছে। এসময় তার ব্যবসায়ীক প্রতিষ্ঠানে প্রতিপক্ষের লোকজনে হামলা চালিয়ে ভাংচুরসহ লুটপাট করেছে বলেও তিনি উল্লেখ করেন।
এ ব্যাপারে গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম-পিপিএম’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক থানার এক এস.আইকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।