বরিশালে পিতার মামলায় তিন পুত্রের কারাদন্ড

দন্ডিত করেছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো একমাসের কারাদন্ড দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বরিশাল জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আবুল বাশার মিয়া এ দন্ডাদেশের রায় প্রদান করেন। রায় ঘোষনাকালে দন্ডিত মনির হাওলাদার (৩২), নজরুল ইসলাম (২৮) ও আবুল কালাম (৩৫) আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, মুলাদী উপজেলার চরলক্ষীপুর গ্রামের আব্দুল মান্নান হাওলাদারকে তার তিন পুত্র মনির, নজরুল ইসলাম ও আবুল কালাম তাদের নামে সম্পত্তি লিখে দিতে চাপ প্রয়োগ করে আসছিল। কিন্তু তাদের কথার কোন কর্নপাত না করায় ২০০৭ সালের ২ নবেম্বর ওই তিনপুত্র পিতা মান্নানকে আটকিয়ে মারধরসহ জোড়পূর্বক টিপসই নেয়। এ ঘটনায় একই বছরের ১৩ নবেম্বর মান্নান হাওলাদার বাদি হয়ে মুলাদী থানায় একটি মামলা দায়ের করেন। ওই বছরের ২৯ নবেম্বর মুলাদী থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা আবুল কালাম আদালতে চার্জশীট দাখিল করেন। মামলায় চারজনের স্বাক্ষ্য গ্রহন শেষে আদালত এ রায় ঘোষনা করেন।