জীবন যুদ্ধে পরাজিত মুক্তিযোদ্ধা জিতেন সরকার

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ডাকে সারা দিয়ে বাংলার দামাল সন্তানদের সাথে দেশ শত্র“ মুক্ত করতে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল আগৈলঝাড়া সাবেক গৌরনদী থানার প্রত্যন্ত জনপদ মোল্লাপাড়া গ্রামের ডাওরী  নাথ সরকারের পুত্র জিতেন সরকার।

১৯৭১ সালে মুক্তি যুদ্ধে অংশ নিয়ে ভারতের বীরভূম চাকদায় অস্ত্র প্রশিক্ষণ নিয়ে ৯নং সেক্টরে মেজর হেমায়েত কমান্ডারের সাথে যুদ্ধ করেন। খুলনা জেলার চালনা, বাজুয়া, বারোয়ারী মুক্ত করতে বেশ কয়েক দফা পাক সেনাদের সাথে সম্মুখ যুদ্ধে ঝাপিয়ে পড়েন সেদিনের তরুন যুবক জিতেন। সর্বশেষ গৌরনদীর কসবায় নিজাম কমান্ডারের সাথে যুদ্ধ করেন জিতেন সরকার। ৯ মাস যুদ্ধে দেশ স্বাধীন হয়, পরবর্তীতে রাজনৈতিক পট পরিবর্তনে অনেকের ভাগ্যের পরিবর্তন হয়, এমনকি অমুক্তিযোদ্ধাদেরও। স্বাধীনতা যুদ্ধে বীজয়ী হলেও জীবন যুদ্ধে পরাজিত সৈনিক অজগায়ের মুক্তিযোদ্ধা জিতেন সরকার।

১৯৯৬ সালে ম্বাধীনতা সপক্ষের রাজনৈতিক দল আওয়ামীলীগ সরকার গঠন করলে অসহায় জিতেন অনেক কর্তব্যক্তিদের দ্বারে দ্বারে আবেদন নিবেদন করে তার ভাগ্য চক্রকে বদলাতে পারেনি। বরং তাকে সব সুযোগ সুবিধা পাইয়ে দেয়ার কথা বলে দিন মজুর অসহায় এই মুক্তিযোদ্ধার ধার দেনার অর্থ চলে গেছে প্রতারকের পকেটে।

মুক্তিযোদ্ধা জিতেনের যুব শিবির নিয়ন্ত্রন পরিষদের সনদ,  মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ কেন্দ্র জহরের কান্দি কোটালীপাড়া ফরিদপুর কমান্ডিং অফিসার জাবেদ আলী শেখ স্বাক্ষরীত সনদ, মুক্তিযুদ্ধ পুনঃবাসন সোসাইটি কেন্দ্রীয় কমান্ডের সনদ, জাতীয় বীর এমএ সামাদ সরকার স্বাক্ষরীত সনদ এছাড়া ভারতে প্রশিক্ষণ কালীন একাধিক সনদ থাকা সত্তেও  তার ভাগ্যে এখনও মুক্তিযোদ্ধার ভাতা কিংবা অন্যকোন সুযোগ সুবিধা জোটেনি।

জিতেনের পরিবারের এখন বেহাল অবস্থা বলতেগেলে হাত পেতে ক্ষুধা মেটাতে হয়। ৪ পুত্র সন্তান থাকলেও বিনা চিকিৎসায় যুদ্ধকালীন ও পরবর্তীতে মৃত্যু হয়। ৪ কন্যা সন্তান সম্পাদন হলেও  তাদের পরিবারও দরিদ্র দিনমজুর। অর্ধাহারে অনহারে মুক্তিযোদ্ধা জিতেনের শাররিক অবস্থা এখন অস্তি  চর্মসার। কয়েক বছর পূর্বে ওই গ্রামের আর এক মুক্তিযোদ্ধা হরিবর চৌধুরী ক্ষুধা আর দারিদ্রতার কষাঘাতে মৃত্যুবরণ করেন। সাংবাদিকদের নিকট আকুতি জানানোকালে তিনি বলেন, দেশ স্বাধীনের জন্য যুদ্ধ করেছি কিছু পাওয়ার জন্য নয়। সরকার প্রদেয় মুক্তিযোদ্ধাদের সুযোগ  সুবিধা আমার ভাগ্যে না জুটলেও আমার জীবনের শেষ ইচ্ছা মাননীয় প্রধান মন্ত্রী বঙ্গবন্ধু কন্য শেখ হাসিনার সাথে স্বাক্ষাত করে একটু কথা বলী।