গৌরনদীকে দুর্নীতি মুক্ত উপজেলা করার ঘোষনা

বরিশালের গৌরনদীতে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক এত মতবিনিময় সভা। ওই সভায় গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন গৌরনদীকে দুর্নীতি মুক্ত উপজেলা করার ঘোষনা দিয়েছেন। এ জন্য তিনি সর্বস্তুরের জনসাধারনের সহযোগীতা কামনা করেছেন।

উপজেলা প্রসাশন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভার প্রধান অতিথি দুর্নীতি দমন কমিশনের বরিশাল বিভাগের পরিচালক মেজর তুহিন মোহাম্মদ মাসুদ তার বক্তব্যে বলেন, দুর্নীতি দমন কমিশন হচ্ছে সরকারের প্রভাব মুক্ত একটি সংগঠন। সরকার ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দের সহযোগীতায় অনেকাংশেই এখন দুর্নীতি কমে গেছে। সকলের সহযোগীতা পেলে খুব শ্রীঘই সম্পূর্ণ ভাবে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খন্দকার শাহ আলম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম খান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আলাউদ্দিন বালী, বিআরডিবির চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির, প্রেসক্লাব সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোঃ জামাল উদ্দিন প্রমুখ। শেষে প্রধান অতিথি গৌরনদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অফিস উদ্বোধন করেন।