ধরে উধাও হয়েছে এক সন্তানের জননী। গৃহবধূর নাম তুলি বেগম। এ ব্যাপারে ঢাকার সাভার থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
জানা গেছে, পটুয়াখালীর গলাচিপা উপজেলার উত্তর চরখান্দি গ্রামের আলাউদ্দিন (২৫) ঢাকায় সাভারে আগপাড়া গার্মেন্টস-এ দীর্ঘদিন যাবত চাকুরীরত অবস্থায় রয়েছেন। প্রেমিক উজিরপুরের নয়াবাড়ি গ্রামের মুজাম্মেল সিকদার এর ছেলে। মামুন আলাউদ্দিনের সাভারের বাসার সাথেই ভাড়া থাকত। সে আলাউদ্দিনের বাসায় প্রায়ই আসা যাওয়া করত। এক পর্যায়ে তুলি বেগম ও মামুনের মাঝে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। কয়েক দিন আগে ভোরে সকলের অগোচরে প্রেমের টানে স্বর্ণালংকার সহ ৫০ হাজার টাকার মালামাল সমেত তুলি বেগমকে নিয়ে মামুন অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। তুলি বেগমের স্বামী আলাউদ্দিন নিজ গ্রামের বাড়িতে ফিরে স্ত্রীকে খুঁজতে খুঁজতে পাগল প্রায়। তখনই মামুন আলাউদ্দিনকে মোবাইল ফোনে খোঁজাখুঁজি না করার জন্য হুমকি দেয়।