কলেজ শিক্ষককে মারধর করেছে মহাজোটের সমর্থকেরা

গতকাল রবিবার দুপুরে মহাজোট প্রার্থীর সম্মুখে বসে এক কলেজ শিক্ষককে মারধর করেছে তার (মহাজোট প্রার্থীর) সমর্থকেরা। আহত শিক্ষককে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

মুলাদী ডিগ্রী কলেজের শরীর চর্চা শিক্ষক এবং মুলাদী থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহত ইকবাল হোসেন (৪০) বলেন, গতকাল রবিবার দুপুর এগারোটার দিকে মুলাদী বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন পৌর এলাকার মল্লিক বাড়ির সম্মুখে বসে মহাজোট প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক শফিকুজ্জামান রুবেলের উপস্থিতিতে তার ৪/৫ জন ক্যাডার অর্তকিত ভাবে আমার ওপর হামলা চালায়। আমি যেন চারদলীয় জোটের প্রার্থী ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক আহবায়ক হারুন-অর রশিদ খানের পক্ষে নির্বাচনী গণসংযোগ ও প্রচারনা না করি এ জন্য হামলাকারীরা আমাকে শ্বাসিয়ে দেয়। হামলায় আহত শিক্ষক ইকবাল হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। চারদলীয় জোটের মেয়র পদপ্রার্থী হারুন-অর রশিদ খান এ প্রতিনিধির কাছে বলেন, আমার সমর্থিত লোকজনকে বিভিন্ন স্থানে বসে হুমকি ধামকি দেয়া হচ্ছে। আমার নির্বাচনী প্রচারনায় প্রতিবন্ধকতা সৃষ্টির লক্ষে ইতোমধ্যে মহাজোটের ক্যাডাররা এলাকায় সশস্ত্র মহড়া দিচ্ছে। তারই ধারাবাহিকতায় গতকাল রবিবার দুপুরে আমার সমর্থক কলেজ শিক্ষক ইকবাল হোসেনের ওপর হামলা চালিয়ে আহত করা হয়েছে। বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। অপরদিকে মহাজোট প্রার্থী শফিকুজ্জামান রুবেল তার উপস্থিতিতে হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, প্রভাষক ইকবাল হোসেনকে মারধরের কোন ঘটনাই ঘটেনি।