Menu Close

আজকের সেরা ছবি : আসমানী বরফ

গ্রামের কিছু অতিউৎসাহী ব্যক্তি সেই বরফের খন্ডটিকে টুকরো টুকরো করে ভাগ করেন এবং অনেকের মাঝে এই বলে বিতরন করেন যে ”এটি হচ্ছে অলৌকিক বরফ! আসমান থেকে পড়ছে ! খাইলে রোগ বালাই ভাল হয়ে যাবে” ! সাথে সাথে অনেকেই তা খেয়ে ফেলেন!!!

কিছুদিন পর জানা যায়, ওই এলাকার উপর দিয়ে উড়ে যাচ্ছিল এক বিদেশী বিমান, দূর্ঘটনা বশত বিমান থেকে বেশ বড় আকারের একটি ” ব্লু আইস ” এর টুকরো ওই গ্রামের মাঝে পড়ে। বিমানের টয়লেটে লীক হলে হিউম্যান ওয়েষ্ট (মানুষের মল) এক বিশেষ ব্যবস্থায় নীল রংয়ের বরফে পরিনত হয় তাকেই ব্লু আইস বলা হয়।

*মান সম্মানের কথা বিবেচনা করে জেলা ও গ্রামের নাম দেয়া হল না।

সূত্র: সারিম খান – ফেসবুক